ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন

chuadanga চুয়াডাঙ্গাপ্রতিনিধি, এবিসি নিউজ বিডি, চুয়াডাঙ্গাঃ জেলার দামুড়হুদায় হোটেল শ্রমিক রিনা খাতুনকে (৩০) ধর্ষণের পর হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী সোমবার বিকেলে এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলো- দর্শনা শান্তিপাড়ার মরহুম আমিন মিয়ার ছেলে আবুল হোসেন (৫২), একই এলাকার জাফর আলীর ছেলে স্বপন (২২) ও দর্শনা মোবারকপাড়ার আবু সৈয়দের ছেলে নজরুল ইসলাম নজু (২৪)। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর হোসেন জানান, ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে দণ্ডিতরা হোটেল শ্রমিক রিনা খাতুনকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর হত্যা করে। পরদিন সকালে দর্শনা মুক্তিযোদ্ধা অফিসের সামনের একটি টয়লেটের ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ