৩ পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণে গেল ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মাধ্যমিক স্তরের ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এর উপস্থিতিে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্ন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা পর্যবেক্ষক হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য জনসংহতি সমিতির চুক্তি ১৯৯৭ অনুসারে এবং পার্বত্য জেলা পরিষদ আইনের ২২ ও ২৩ ধারা এবং প্রথম তফশীল অনুযায়ী এই চুক্তি হয়েছে।
এখন থেকে তিন পার্বত্য জেলার মাধমিক শিক্ষার উন্নয়ন, পরিচালনা, তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ পরিচালিত হবে জেলা পরিষদের ব্যবস্থাপনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ