কামরাঙ্গীর চরে জমি পাচ্ছে না র‌্যাব-১০

Rab-10 Landরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে র‌্যাব-১০ এর জন্য স্থায়ী অফিস করার জন্য যে জমি বরাদ্দ দেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নদী দূষণ রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শাজাহান খান বলেন, সভায় র্যা ব-১০-কে তাদের স্থায়ী অফিস করার জন্য কামরাঙ্গীর চর বুড়িগঙ্গার আদি চ্যানেলে যে জমি বরাদ্দ দেয়া হয়েছিল তা বাতিলা করা হয়েছে। মন্ত্রী বলেন, নদী বাঁচানোর স্বার্থে এ জমি র‌্যাব-১০ কে দেয়া হচ্ছে না। তবে তাদের অন্য কোথাও উঁচু জমিতে র‌্যাবের স্থায়ী অফিস করার জন্য জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান ড. সামসুদোহা খন্দকারকে প্রধান করে ১৩ সদস্যের একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩০ জুনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ সম্পন্ন করবে। বৈঠকে ছিলেন- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভুমিমন্ত্রী সামছুল ইসলাম শরিফ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রসঙ্গত, এর আগে র‌্যাব ৯৫ লাখ টাকা জমা দিয়ে এ জমিটি ভরাট করা শুরু করে। কিন্তু সরকার বরাদ্দ না দিয়ে তা কয়েক মাসের মাথায় আবার বাতিল করার সিদ্ধান্ত নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ