প্রেস ক্লাবে আইনজীবীদের সমাবেশ চলছে

Barister Rafiqul Islamসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের বদলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে জানা গেছে। এদিকে শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের মেইন গেট ও বার কাউন্সিলের পাশের গেটসহ সব প্রবেশদ্বার বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া মাজার গেট এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তল্লাশি করে সীমিত পরিসরে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হলেও কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হয়নি আদালত প্রাঙ্গণে। সকাল সাড়ে ৯টার কিছু পরে সুপ্রিম কোর্টের মাজারগেটে স্লোগান দেওয়ার সময় দিনমজুরসহ ১৯ আইনজীবীকে আটক করে পুলিশ। পুলিশের বাধায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সমাবেশ করতে না পেরে আইনজীবীরা প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ