চাঁদপুরে মুক্তিযোদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Chandpur Nannu Patwaryরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁদপুরঃ জেলা শহরের কোড়ালিয়া রোডের নিজ বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় আবদুল মালেক নান্নু পাটওয়ারী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জল (১৩) নামের এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে। উজ্জল ওই বাড়িতে থাকতো। নির্মাণ শ্রমিক হাসান ও ইকবাল জানান, সকাল ৯টার দিকে নান্নু পাটওয়ারীর ঘরের পাশে তারা কাজের সরঞ্জামাদি আনতে গিয়ে মুক্তিযোদ্ধাকে ডাকে। কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা খোলা পেয়ে তারা ঘরে ডুকে দেখে ওই মুক্তিযোদ্ধার হাত পা বাঁধা লাশ। তারা মডেল থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার ও উজ্জলকে আটক করে। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘খুনের সকল আলামত আমরা সংগ্রহ করেছি, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ