বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ভিজতে হবে বৃষ্টিতে!

Fifa World Cup 2014স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপের জন্য নির্বাচিত ১২টি ভেন্যু ফিফার কাছে হস্তান্তরের কথা ছিল গত ৩১ ডিসেম্বরই। তবে শুরু থেকেই পিছিয়ে থাকা উদ্বোধনী ম্যাচের ভেন্যু করিন্থিয়ানস অ্যারিনার নির্মাণকাজকে ঘিরে নানা ঝামেলায় কয়েক দফা পিছিয়ে সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের চার সপ্তাহ আগে। আগামীকাল ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারিনা, কিন্তু তার আগে একমাত্র পরীক্ষায় গত পরশু একরকম ‘ফেল’ই করেছে ভেন্যুটি।এ মাঠে ১৮ মে পরীক্ষামূলকভাবে আয়োজন করা হয়েছিল ব্রাজিলিয়ান লিগের একটি ম্যাচ। স্বাগতিক করিন্থিয়ানসের সঙ্গে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ফিগুয়েইরেন্সের ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন মাত্র ৩৬ হাজার দর্শক। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আর তারপর ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচটির জন্য ৬৮ হাজার টিকিট বিক্রি করার কথা। খেলার মাঝপথে বৃষ্টি নামায় বোঝা গেছে, মাঠের কাছাকাছি অবস্থানের সবচেয়ে দামি গ্যালারিগুলোরই অবস্থা সবচেয়ে খারাপ, কারণ সেগুলোর ওপরে যে কাচের তৈরি ছাদ থাকার কথা, তার কাজ এখনো শেষ হয়নি। বৃষ্টিভেজা এড়াতে বাধ্য হয়েই দর্শকদের আশ্রয় নিতে হয়েছে গ্যালারির ওপরের দিকের আসনগুলোতে। অর্থাৎ উদ্বোধনী ম্যাচে বৃষ্টি এলে ভিজতে হবে দর্শকদের! এখানেই শেষ নয়, স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থায়ও এখনো বড় ধরনের অপূর্ণতা রয়ে গেছে। ফিফার দাবি অনুযায়ী মেটাল ডিটেক্টর বসানো হয়নি সবগুলো প্রবেশপথে, একটা দিকের গ্যালারিতে প্রবেশের জন্য যে চারটি লিফট বসানো হয়েছে তার মধ্যে দুটি অকেজো থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। মাঠে ঢোকার পর দেখা গেছে, স্টেডিয়ামের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে, আর ম্যাচশেষে বেরোনোর সময় অন্ধকারে পথ হাতড়ে নিজেদের গাড়ি খুঁজে বের করতে হয়েছে দর্শকদের। ফিগুরেইয়েন্সের কাছে ১-০ গোলে হারের দুঃখটা তখন আরো বড় হয়ে উঠেছে করিন্থিয়ানস ভক্তদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ