র‌্যাবকে ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

sheikh hasina shekh শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইন-শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে পূর্ব নির্ধারিত আলোচ্য সূচীর বাইরে এ বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে প্রতিশ্রুতির তিন বছর পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৪ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন ২০১৪’র চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র এবিসি নিউজ বিডির এই প্রতিবেদককে জানায়, সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত তিনটি আলোচ্য সূচীর বিষয়ে আলোচনার পর অনির্ধারিত আলোচনায় এলিট ফোর্স র‌্যাবের প্রসঙ্গ উঠে আসে। বিশেষ করে নারায়নগঞ্জের সাত খুনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাব’এর অতিতের সুনাম ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে বলেন, দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে র‌্যাবের অবদান অপূরনীয়-অনুকরণীয়।দু’একটি অনাকাংখিত ঘটনা র‌্যাবের ইমেজকে ক্ষুন্ন করেছে। এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী র‌্যাবকে ঢেলে সাজানোর নির্দেশনা দেন।
মন্ত্রিসভার এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১১ সালে অঙ্গীকার করা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত এই বিশ্ববিদ্যালয়ের আইনী কাঠামো থাকবে বলে এই আইনে উল্লেখ রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এর আগে ২০১৩ সালের ২৮ অক্টোবর মন্ত্রিসভা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন দিয়ে কিছু অনুশাসনের লক্ষে আইন মন্ত্রণালয় পাঠিয়েছিল।
মোশাররাফ হোসাইন ভূঁইঞা আরো জানান, শাখা সম্প্রসারণ এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধাসহ পরিচালনা পরিষদ সম্প্রসারণের বিধান রেখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন ২০১৪’র চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এই আইনের ফলে এখন থেকে রাজশাহী এবং রংপুর বিভাগে এ ব্যাংকের কার্যক্রম সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ