২১ দিনের মধ্যে পদ্মা সেতুর কার্যাদেশ

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী তিন সাপ্তাহের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরুর নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতু এক সময় স্বপ্নের সেতু ছিল। কিন্তু সেটা এখন দৃশ্যমান বাস্তবতা। আগামী তিন সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর মূলকাজের অনুমোদন দেওয়া হবে। চায়না মেজর ব্রিজ কোম্পানি কাজটি পেয়েছে। আগামী তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ধাপ অতিক্রম করে যে সব প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশগ্রহণ করেছিল এর মধ্যে চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব দেওয়ায় ইন্টারন্যাশনাল কনসার্ন আন্তর্জাতিক পরামর্শক ও টেকনিক্যাল কমিটির মূল্যায়নে পদ্মা সেতুর মূল নির্মাণ এ প্রতিষ্ঠান পেয়েছে। এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের একটি কনসার্ন প্রতিষ্ঠান।’ তিনি বলেন, ‘পদ্মা সেতু ছাড়াও আগামী জুলাইয়ের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ডিসেম্বরে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রো রেলওয়ের কাজ শুরু হবে। এটি উত্তরা ২ নম্বর সেক্টর থেকে শুরু হবে।’ এ ছাড়া নদী শাসনের কাজ আগামী আগস্ট মাস থেকে শুরু করতে পারব বলেও অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। যুব-মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব মাহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ সংগঠনের মহানগর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ