সম্প্রসারণ হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের

cabinetসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শাখা সম্প্রসারণ এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধাসহ পরিচালনা পরিষদ সম্প্রসারণের বিধান রেখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন,২০১৪ এর চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের ফলে এখন থেকে রাজশাহী এবং রংপুর বিভাগে এ ব্যাংকের কার্যক্রম সম্প্রসারিত হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামরিক শাসন আমলে ১৯৮৬ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ জারি হয়। সামরিক শাসন আমলের অধ্যাদেশগুলো নতুন করে হালনাগাদ করা হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলি অধ্যাদেশ মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে পাশ হয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন মন্ত্রিসভা চুড়ান্ত অনুমোদন দেওয়ায় এটি এখন সংসদে যাবে। এতে আইনের কিছু পরিমার্জন করা হয়েছে। এই আইনের ফলে বেশি সংখ্যক লোক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুবিধা পাবে।
মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, নতুন আইনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পরিষদ ১১ সদস্যের হবে। পরিচালনা পরিষদে রাজশাহী এবং রংপুরের বিভাগীয় কমিশনার, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের দুইজন উপপরিচালক সদস্য থাকবেন। ব্যাংকের কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় একজন উপব্যবস্থাপনা পরিচালকের পদ সৃষ্টি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ