ইবি ভিসি অফিসে ছাত্রলীগের ভাঙচুর

IU ইবিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অফিসে আবারও ভাঙচুর করেছে ছাত্রলীগ। শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা এ ভাঙচুর চালায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। কয়েকটি বিভাগে কিছু আসন ফাঁকা থাকায় নিয়ম বহির্ভূতভাবে আরও শিক্ষার্থী ভর্তির দাবি জানায় ছাত্রলীগ। কিন্তু প্রশাসন ও ভর্তি কমিটি জানিয়ে দেন যে, ৩১ মার্চ ভর্তির সকল কার্যক্রম শেষে এবং অনেক বিভাগে ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা অনেক দূর এগিয়ে যাওয়ার পর, নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই। এরপরও তারা শনিবার ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মী ও বহিরাগত ১৫-২০ জন ভিসি অফিসে যায়। এসময় প্রো-ভিসি ও ডিনদের নিয়ে ভিসির মিটিং চলমান থাকায় ভিসির পিএস জিল্লুর রহমান তাদেরকে একটু অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুদ্ধ হয়ে তারা ভিসির অভ্যর্থনা কক্ষে ব্যাপক ভাঙচুর করে চলে যায়। এঘটনায় সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর ড. রহুল কে এম সালেহ, প্রফেসর ড. মো. মাহবুবুল আরেফিন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান তার নেতৃত্বে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ভিসি অফিসে প্রবেশ করতে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ভাঙচুর করেছে।’ ভর্তির বিষয়ে তিনি বলেন, ‘ফাঁকা আসনগুলোতে আরও কিছু শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন বলেছে, এখন আর কোনো সুযোগ নেই। ফলে আমরাও আর কিছু বলিনি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই দোষীদের চি‎হ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ