কান উৎসবে ঐশ্বরিয়ার ফেরার ঘোষণা!

Aishwariya Raiবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতিবারের মত এবারও কান উৎসবের রেড কার্পেটে হাটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই চার বছর পর বলিউডে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বচ্চন পরিবারের বউ। 

ঐশ্বরিয়ার ‘কাম-ব্যাক’ সিনেমাটির নাম ‘জাজবা’। পরিচালক সঞ্জয় গুপ্ত-ই জানিয়েছেন ঘোষণাটা আসছে কান উৎসব থেকেই।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে সঞ্জয় বলেন, ‘আমার জাজবা দিয়ে ফিরে আসছেন ঐশ্বরিয়া। চলতি বছরের কান উৎসবে বড় করে আনুষ্ঠানিক ঘোষণা দেব আমরা।”

অ্যাকশন-থ্রিলার ধর্মী ‘জাজবা’র কেন্দ্রী চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে। তবে সিনেমাটির শুটিং এখনই শুরু  হচ্ছে না। আগামী বছর লাগবে বলে জানিয়েছেন সঞ্জয়। 
এদিকে চলতি বছর ১৬ এবং ২১ মে দুইদিন রেড কার্পেটে হাটার কথা ছিল ঐশ্বরিয়ার। তবে বিমানের ত্রুটিজনিত বিলম্বের কারণে প্রথমদিন উপস্থিত হতে পারছেন না এই বলিউড অভিনেত্রী। 

এ জন্য পরিবর্তিত একটি দিন খোঁজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ