র‌্যাব নিয়ে খালেদা জিয়ার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : তথ্যমন্ত্রী

hasanul haque inu হাসানুল হক ইনুসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাব বিলুপ্তির রবিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
‘র‌্যাব আইনের উর্ধ্বে নয়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশে কোন প্রশাসনিক বাহিনী রাখতে চান না। তিনি বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাজ্যে পরিনত করতে চান। এ কারণেই র‌্যাব বাতিলের দাবি তোলা হয়েছে।
হাসানুল হক ইনু বলেন, দায়িত্ববান একজন নেত্রীর কাছ থেকে এ ধরনের দাবি তোলার সিদ্ধান্ত হঠকারী, উস্কানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
তথ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, বেগম খালেদা জিয়া র‌্যাবের পর জিয়াউর রহমানের হত্যার বিষয়ে সেনাবাহিনীরও কি বিলুপ্তি চাইবেন?
হাসানুল হক ইনু খালেদা জিয়াকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ