অভিনয় করবেন না আমির পত্নী

amir_kiron আমির কিরনবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অনেকই অভিনয় করার জন্য অুরোধ করেন আমির পত্নী কিরণ রাওকে। কিন্ত কিরণ অভিনয় করতে চান না। অনেক নামকরা পরিচালকের অনুরোধের ঢেকিও গেলেননিতিনি।
নির্দেশনা দেওয়া যার নেশা। তার কি থাকে পর্দায় নিজের মুখ দেখানোর লোভ। পরিচালক হিসেবেই যার আকাশচুম্বি খ্যাতি। কি প্রয়োজন তার অভিনয় করার।
জানা গিয়েছে, রাজ কুমার হিরানির ‘পিকে’ ছবিতে অভিনয়ের জন্য কিরণ রাওকে অনুরোধ করেছিলেন রাজকুমার৷ তবে সিনেমায় অভিনয় করবেন না বলেই ঠিক করেছেন কিরণ৷
এ প্রসঙ্গে কিরণ জানালেন, আমির অনেকবার নাকি তাকে অভিনয় করতে বলেছেন, কিন্তু কিরণ মনে করেন অভিনয় করাটা বেশ কঠিন। তার থেকে পরিচালনা অনেক সহজ৷ তাই আপাতত, পরিচালক হিসেবেই নিজেকে আরও সমৃদ্ধ করতে চান তিনি৷
রাজকুমারের ‘পিকে’ ছবিতে অভিনয় করছেন আমির খান ও অনুস্কা শর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ