অভিনয়ের শিক্ষক শাহরুখ

shahruk শাহরুখবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউড বাদশা শাহরুখ খান এবার অভিনয় শিক্ষকের ভূমিকায়।তবে কোনো চলচ্চিত্রে নয়। সত্যি সত্যি ভক্তদের অভিনয় শেখাচ্ছেন বলিউড বাদশা। রোজ রোজ করছেন ট্যুইট৷ ট্যুইটারের মধ্যে দিয়ে অভিনয় শেখাচ্ছেন ফ্যানদের৷

জানা গেছে দিনে তিনটে করে অভিনয় নিয়ে টিপস দেবেন শাহরুখ৷ অভিনয়ের এবিসিডি শেখানোর দায়িত্ব এইভাবেই নিয়েছেন তিনি৷

ট্যুইটারে সদা উপস্থিতি শাহরুখ খানের৷ তা নিজের ব্যাপারে হোক বা কোনো ছবির বিষয়ে৷ ট্যুইট না করে শাহরুখ থাকতেই পারেন না৷ ট্যুইটের ব্যাপারে শাহরুখের একটাই ফন্দি৷ ফ্যানেদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে হলে ২৪ ঘণ্টাই থাকতে হবে আপটুডেট৷ তাই এবার খবরে থাকার নতুন উপায় নিলেন শাহরুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ