নূর হোসেনের আরেক সহযোগী আটক

Noor Hossain নূর হোসেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের আরেক সহযোগী রাসেল আলীকে (৩১) মাদকসহ আটক করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর সানারপাড় থেকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গুলশান সার্কেলের পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে সানারপাড় থেকে রাসেলকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। রাসেল নারায়নগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনের মাদক ব্যবসার সহযোগী।

তিনি জানান, রাসেলের বিরুদ্ধে মাদক আইনে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ