৩ র‌্যাব কর্মকর্তার গ্রেফতার আদেশের কপি না’গঞ্জে

police পুলিশসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারে হাইকোর্টের আদেশের অনুলিপি পুলিশ সদর দফতর থেকে জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান গণমাধ্যমকে জানান, ঘটনাটি নারায়ণগঞ্জের। তাই আদেশের কপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

র‌্যাবের ওই তিন কর্মকর্তা হলেন র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা৷ এর মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়৷

এর আগে রবিবার রাত ৯টার দিকে মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ আদেশ পাঠানো হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ