নেত্রকোণায় নারী আটক, হেরোইন উদ্ধার

netrokona নেত্রকোনারিপোর্টার, এবিসি নিউজ বিডি, নেত্রকোণাঃ নেত্রকোণা পৌর এলাকায় এক নারীকে আটকের পর তার বাড়ি থেকে কয়েক পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের পশ্চিম চকপাড়া এলাকা থেকে আটক হালিমা আক্তার (৩০) স্থানীয় মাসুদ মিয়ার স্ত্রী।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর সরকার জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে হালিমাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।

এসময় তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে ১৭ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

হালিমাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে তথ্য পাওয়া গেলে এর ভিত্তিতে আরো অভিযান চালানো হবে বলে জানান এসআই আলমগীর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিমার বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ