সেলতা ভিগোর বিপক্ষে নেই রোনালদো

real madrid christiano ronaldo রিয়াল মাদ্রিদ ক্রিটিয়ানো রোনালদোস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঊরুর চোটের কারণে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।

গত বুধবার ভায়াদলিদের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মাত্র ৮ মিনিট খেলেই চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো।

শনিবার সংবাদ সম্মেলনে পরের ম্যাচে রোনালদোকে না খেলানোর কথা জানান কোচ কার্লো আনচেলত্তি।

আগামী ২৪মে লিসবনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল। তার আগে রোনালদোর চোট ভাবিয়ে তুলেছিল রিয়াল সমর্থকদের। তবে পর্তুগিজ এই তারকার চোট গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন আনচেলত্তি।

তিনি বলেন, এই ম্যাচটা যদি ফাইনাল হতো, তাহলে রোনালদো খেলার চেষ্টা করত।

রোববারের ঐ ম্যাচে রোনালদো ছাড়াও চোটের কারণে খেলবেন না রিয়ালের তিন ডিফেন্ডার পেপে, ভারানে ও দানিয়েল কারভাহাল এবং মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই তাদের না খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আনচেলত্তি।

দলের সেরা তারকা রোনালদোসহ রিয়ালের প্রথম একাদশের মোট পাঁচজন এদিন খেলতে পারবেন না। তারপরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আনচেলত্তি।

লিগের দুই ম্যাচ বাকি থাকতে রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে। ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ