রিহ্যাব নেতারা মন্ত্রীর সাড়া পেলেন না

mosharrof hosen মোশাররফ হোসেনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিলে তা বাংলাদেশের গৃহায়ণ শিল্পকে সঙ্কটে ফেলবে দাবি করে নিজেদের উদ্বেগ মন্ত্রীকে জানিয়েছেন রিহ্যাব নেতারা।

তবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রিহ্যাবের নেতাদের বলেছেন, ফ্ল্যাটের দাম কমাতে তিনি বিদেশি বিনিয়োগ নেয়া থেকে সরে আসছেন না।

গৃহায়ন খাতে মালয়েশিয়ার বিনিয়োগে সমঝোতা স্মারক সইয়ের ১০ দিন পর রোববার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সঙ্গে দেখা করেন রিহ্যাব নেতারা।

রিহ্যাব সভাপতি মোকাররম হোসেন খান বলেন, বর্তমানে তাদের তৈরি প্রায় ২২ হাজার ফ্ল্যাট অবিক্রিত রয়েছে।

“এই অবস্থায় বিদেশি বিনিয়োগ অর্থাৎ মালয়েশিয়া সরকারকে উত্তরা ও কামরাঙ্গীর চরে ২২ হাজার ফ্লাট নির্মাণের সুযোগ দিলে দেশীয় প্রতিষ্ঠানগুলো গভীর সঙ্কটে পড়বে। এই ধরনের সিদ্ধান্তে দেশীয় প্রকৌশলী, স্থপতি এবং পেশাজীবী অনেকে কর্মহীন হয়ে পড়বে।”

উত্তরা ও কামরাঙ্গীরচরে ২২ হাজার অ্যাপার্টমেন্ট তৈরিতে গত ৩০ জুলাই মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বাংলাদেশে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা ওই ২২ হাজার ফ্ল্যাট নির্মাণের সুযোগ তাদের দিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

রিহ্যাব নেতাদের আহ্বানের পর মন্ত্রী বলেন, “মালয়েশিয়া কেন, সিঙ্গাপুরের সঙ্গে ফ্ল্যাট নির্মাণের চুক্তি করব। এধরনের চুক্তি আপনাদেরও (রিহ্যাব) উপকারে আসবে।

“দেশি হোক, বিদেশি হোক, আমি কাজ এগিয়ে নিতে চাই। সাধারণ মানুষকে কম মূল্যে ফ্ল্যাট দিতে চাই।”

উত্তরা ও কামরাঙ্গীরচরে ২২০০০ ফ্ল্যাট নির্মাণ করতে চাওয়া রিহ্যাবকে অন্য স্থানও দেখিয়ে দেন মোশাররফ।

“অনেক জায়গা পড়ে রয়েছে, আপনারা সেগুলোতে করেন। ঝিলমিল প্রকল্পে তো ১০ হাজার প্লট পড়ে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ