৭ কোটি সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ

shekh hasina crestসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুক্তিযুদ্ধ সম্মননা ক্রেষ্টে স্বর্ন কম দিয়ে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সচিবসহ ১৩ জনে ৭ কোটি সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন। সম্মননা ক্রেষ্টে স্বর্ন কম দেওয়া নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। আগামী সোমবার মন্ত্রিসভায় বৈঠকে তদন্ত কমিটির এই রিপোর্ট উত্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।
তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদানের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মোট ৩৪৪টি ক্রেস্টে তৈরী করে। এই ক্রেষ্টে স্বর্ণ ও রুপা কম দিয়ে মোট সাত কোটি তিন লাখ ৪৬ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করা হয়েছে। রিপোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাবেক সচিব মিজানুর রহমান, বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকসহ ১৩ জন কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, স্বর্ণ ও রুপাহীন ওই ক্রেস্টে ব্যবহার করা কাঠও ছিল নিম্নমানের। জাতীয় কমিটিকে না জানিয়ে ক্রেস্টে স্বর্ণ এক ভরির জায়গায় দুই ভরি করা হয়েছে। সে হিসাবে সরবরাহকারীদের বিল দেওয়া হয়েছে। যদিও ক্রেস্টে স্বর্ণ দেওয়া হয়নি বলে প্রমাণ পেয়েছে কমিটি।
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার। সম্মাননার স্মারক হিসেবে দেওয়া ক্রেস্ট নিয়ে নজিরবিহীন এ ঘটনা ঘটে।
গত ৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘ক্রেস্টের স্বর্ণে ১২ আনাই মিছে!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কমিটি গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে জমা দেয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তদন্ত কমিটির এই রিপোর্ট উত্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এবিসি নিউজ বিডিকে জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় ৩৪৫টি ক্রেস্ট সরবরাহ নেয় এবং বিল পরিশোধ করে। এর মধ্যে একটি ক্রেস্ট ছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য, যা ২০০ ভরি সোনা দিয়ে তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ