সাংবাদিকের জামার কলার ধরলেন জয়া বচ্চন!

Jaya Bachchanবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মেজাজ হারিয়ে এবার সাংবাদিকের জামার কলার চেপে ধরলেন জয়া বচ্চন। স্বামী অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের কথা জানতে চাওয়ায় এমন আচরণ করেন তিনি।

মুম্বাইয়ের জুহুতে তারই আত্মীয়া রামেলা বচ্চনের ফ্যাশন স্টোর উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, অমিতাভ বচ্চনের শরীরের অবস্থা এখন কেমন?

 বিগ বি-র স্বাস্থ্য নিয়ে আচমকা কথা বলায় মিডিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়া। এর পরপরই জয়াকে জিটিভির এক সাংবাদিক প্রশ্ন করেন, অমিতাভের নাকি ক্যান্সার হতে পারে? স্বামীকে নিয়ে এ কথা শুনতেই তেলে-বেগুনে জ্বলে উঠে ওই সাংবাদিকের জামার কলার ধরে টান মারেন তিনি। এরপর রেগে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী। হঠাৎ তার এমন ব্যবহারে উপস্থিত সবাই হকচকিয়ে যান!

বিভিন্ন সূত্রের খবর, সংক্রমণের কারণে বেশ কিছুদিন ধরেই শরীর ভাল যাচ্ছে না অমিতাভ বচ্চনের। চিকিৎসকরা জানিয়েছেন, ওই সংক্রমণ থেকে অমিতাভের শরীরের অবস্থার অবনতি হতে পারে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। বলিউড নির্মাতা সুভাষ ঘাইয়ের স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে এক সাংবাদিক জয়ার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নাম ধরে ডাকায় তিনি রেগে বলেছিলেন, ‘কেন ওকে ঐশ্বরিয়া নামে ডাকছেন? সে কি আপনার সহপাঠী ছিল?’

পরিস্থিতি প্রতিকূল দেখে শাশুড়িকে নিয়ে অনুষ্ঠান থেকে বাড়িতে চলে যান ঐশ্বরিয়া। তার স্বামী অভিষেকও স্ত্রীর নাম ধরে ডাকায় এক সাংবাদিকের ওপর ক্ষেপে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ