পোলার্ড ও স্টার্কের জরিমানা

IPL আইপিএলস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিকেট মাঠ খেলার জায়গা মাস্তানির না। অথচ গত ৬ জুন মুম্বাই ও ব্যাঙ্গালোরের ম্যাচ চলার সময় আরেকটু হলে হাতাহাতিতে জড়াতেন পোলার্ড ও স্টার্ক।

এ জন্য শাস্তি পেয়েছেন দুজনই। মুম্বাই ইন্ডিয়ান্সের পোলার্ডকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্টার্ককে গুণতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

ম্যাচের ১৭তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্টার্কের একটি বাউন্সারে হুক করতে গিয়ে পরাস্থ হন ক্যারিবীয় ব্যাটসম্যান পোলার্ড। এরপর পোলার্ডকে কিছু কথা বলেন স্টার্ক। জবাবে স্টার্কের দিকে বিরক্তভাবে হাত নাড়েন পোলার্ড।

পরের বলটি করার জন্যে যথন রানআপে ছুটে আসছিলেন স্টার্ক তখন বলটি না খেলার ইচ্ছাই লেগের দিকে সরে যান পোলার্ড। স্টার্ক তা বুঝলেও না থেমে পোলার্ডের দিকেই বলটি করেন তিনি। আর তাতে ক্ষেপে গিয়ে হাতের ব্যাটটি স্টার্ককে লক্ষ্য করে ছুড়ে মারতে যান পোলার্ড। যদিও তার হাত থেকে ব্যাট পিছলে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ