চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ

chittagong চট্টগ্রামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ দৌলার পদত্যাগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার গলায় জুতার মালা দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবরোধ পালন করছে ছাত্রলীগের একাংশ।

বৃহস্পতিবার সকালে তারা শাটল ট্রেনের গ্যাস পাইপ কেটে দেয়। নন্দীর হাট ও ফতেয়াবাদ এলাকায় রেললাইনের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও পৌনে ১০টার ট্রেন ছেড়ে যায়নি।

সকাল সোয়া ১০টার দিকে শাটল ট্রেন আবার চালানোর চেষ্টা করলে অবরোধকারীরা হামজারবাগ এলাকায় পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে শাটল ট্রেন আবার ষোল শহর স্টেশনে ফিরে যায়।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী জানান, শাটল ট্রেনের গ্যাস পাইপ কাটা থাকার কারণে সকালে ৩টি ট্রেন ছেড়ে যায়নি। হামজারবাগ এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চলাচলও বন্ধ রয়েছে।

গত ৫ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার বাবুলের গলায় জুতার মালা পরিয়ে দেয় চবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার দাবি জানিয়ে আসছেন বাবুলের অনুসারীরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। কিন্তু ঘটনার একমাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। থানায় মামলা হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন।

চবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিন বলেন, বাবুলের অনুসারীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের উল্টো মদদ দিয়ে আসছে। ছাত্রলীগের মধ্যে গ্রুপিং তৈরি করে একটি অংশকে ক্যাম্পাসের রাজনীতি থেকে দূরে রাখার পাঁয়তারা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ