রানী-আদিত্যের লুকোচুরি শেষ হচ্ছে না

Aditto Chopra Rani Mukharjiবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিয়ের পর থেকেই মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলছেন রানী-আদিত্য। ২১ এপ্রিল ইতালিতে ঘরোয়াভাবে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ও রানী বাধাঁ পড়েন সাত পাকে। তারপর থেকে তারা লুকোচুরি খেলেই চলেছেন।

কেনো মিডিয়ার সামনে আসছেননা তারা? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে। এমন কি বিয়ের পর দেশেও তারা ফেরেননি একসঙ্গে। ইতালি থেকে একা বেশ চুপিসারেই ফিরে এসেছেন রানী মুখার্জী। রানীর ফেরার এক দিন পর  মুম্বাই ফিরেছেন আদিত্য।

তবে মিডিয়ার সামনে ধরা না দিলেও বন্ধুদের সঙ্গে ঠিকই আড্ডা মারছেন এ দম্পতি। রো্ববার বিমান বন্দরে কাছের বাড়িতে কয়েকজন বন্ধুকে দাওয়াত করে খাইয়েছেন রানি-আদিত্য। তাদের মধ্যে ছিলেন করণ জোহর, অনুপ ও কিরণ খের এবং রানির ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার বৈভবি মার্চেন্ট।

এতো কিছুর পরেই রানীর বাড়ির বাইরে অপেক্ষায় থাকা আলোকচিত্রীরা এক মুহূর্তের জন্যও রানি-আদিত্য জুটির দেখা পাননি।

অন্যদিকে যশরাজের কার্যালয় ও চোপড়াদের বাড়ির সামনে নিরাপত্তাকর্মী আরো বাড়ানো হয়েছে এবং কোনো সংবাদকর্মী বা আলোকচিত্রীকে সেখানে থাকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বাড়ির দেয়াল আরো উঁচু করা হয়েছে এবং জানালায় ভারী পর্দা ঝোলানো হয়েছে, যাতে দূর থেকেও ছবি তোলা না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ