লং মার্চ নয়,গাড়ি মার্চে বিএনপি : নাসিম

Mohammod Nasim মোহাম্মদ নাসিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি লংমার্চ নয়, গাড়িমার্চ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতি বিদ্রুপ করে মোহাম্মদ নাসিম বলেন, তাদের নেত্রী দিল্লিতে গিয়ে তিস্তার কথা বলতে ভুলে যান। তাই তাদের তিস্তা নিয়ে লংমার্চ করা সাজে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বিএনপি দেশের সাধারণ জনগণের জন্য লংমার্চ করছে না। তাদের হতাশ কর্মীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই এ কর্মসূচি।

১৪ দলের পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে খুলনা, সাভার (ঢাকা) ও ময়মনসিংহে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সমাবেশ হবে।

মোহাম্মদ নাসিম বলেন, আজকের বৈঠকে তিস্তার পানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, দ্বিপক্ষীয় বিষয়। বিএনপি এই পানি বণ্টন নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের অপচেষ্টা সফল হবে না।

তিনি বলেন, বিগত সরকারের সময় শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা চুক্তি প্রায় হতে চলছিল। কিন্তু ভারতের একটি অঙ্গরাজ্যের নেতার নেতিবাচক উদ্যোগে তা হয়নি। ১৪ দল মনে করে, নির্বাচনের (ভারতের) পর দুই দেশের মধ্যে তিস্তা নিয়ে ইতিবাচক সমাধান হবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ