৯ মে ছবির বিয়ে

Farjana chobi ফারজানা ছবিবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ৯ মে বাংলাদেশ বিমানবাহিনীর ‘ফ্যালকন’ হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন ফারজানা। তার বর ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর তন্ময় সরকার।

১৭ এপ্রিল ঘরোয়া আয়োজনে ছবির বাগদান সম্পন্ন হয়। আগামী ৫ মে সেতারা কনভেনশন হলে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হবে।

ছবি বলেন, ‘তন্ময়ের সঙ্গে আমার বন্ধুত্ব বহুদিনের। তবে মূলত উভয় পরিবারের সম্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। জানি, সংসারজীবনে পা রাখলে মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার ওই মানসিকতা আছে। সবার কাছে দোয়া চাইব- যেন খুব প্রশান্তির একটা জীবন হয় আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ