সাংবাদিক হামিদ মীর আহত

Hamid Mir হামিদ মীরআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় আহত হয়েছেন পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর। শনিবার করাচিতে মোটর সাইকেল আরোহী অস্ত্রধারীরা মীরের গাড়ি লক্ষ্য করে গুলি করলে তিনি আহত হন।

পাকিস্তানের দ্য ডনের খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় করাচির নাথাখান এলাকার পাশের শারায়ে ফয়সালে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। বিমানবন্দর থেকে নিজের অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হন হামিদ মীর।

তার গায়ে দুটি গুলি লেগেছে। জরুরি চিকিৎসার জন্য তাকে একটি প্রাইভেট হামসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির আঘাতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তার সংজ্ঞা ফিরে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

এক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও এ ঘটনায় ব্যাপক নিন্দা জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ