গুম-খুনের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে হবে : কাজী জাফর

Kaji Jafor কাজী জাফর ২সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশের) কাজী জাফর আহমদ বলেছেন, ‘পানি আগ্রাসনের বিরুদ্ধে, বিদ্যুতের বিরুদ্ধে ও গুম-খুনের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন করতে হবে।’

এ সময় ১৯ দলীয় জোটকে অতি তাড়াতাড়ি শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক এ বি এম মূসার স্মরণে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী জাফর বলেন, ‘১৬ কোটি মানুষের বাংলাদেশকে কোনো মতে নেপাল, ভুটান এবং সিকিপ’র মত আগ্রাসনবাদ বানানো যাবে না।’

আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য আমাদের নতুন কৌশল অবলম্বন করতে হবে।’

সাংবাদিক এ বি এম মুসা’র কথা স্মরণ করে তিনি বলেন, ‘ওরা চোর, মহাচোর। পদ্মা সেতু, শেয়ার বাজার থেকে টাকা চুরি করেছে তার এই মহান বাণী আমার হৃদয়ে অমর হয়ে রয়েছে।’

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘সত্য কথা বলার জন্য এ বি এম মূসাকে আওয়ামী লীগ সম্মান দিতে পারেনি। এজন্যই তার কূলখানিতে তাদের পক্ষ থেকে কেউ আসেনি।’

একটা দল না করলে সবাই রাজাকার উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তাই স্বাধীনতার পক্ষে-বিপক্ষে কোনো কথা নয়। আজ থেকে কথা হবে কে বাংলাদেশর পক্ষে আর কে বিপক্ষে।’

সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে উল্লেখ করে সাংবাদিক এই নেতা বলেন, ‘গুমের এই রাজনীতি শুধু আমরা নই, গোটা দেশবাসী বুঝে গেছে।’

সংগঠনের সভাপতি ড. ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি, সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল মজুমদার, ছাত্রনেতা মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, রবিউল উদ্দিন রবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ