প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুদক

dudokরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঘুষ নেওয়ার সময় উপ-সহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কর্মরত থাকা অবস্থায় বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেন।

তিনি খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) কর্মরত ছিলেন।

জানা গেছে, ওই প্রকৌশলী একজন ঠিকাদারের কাজের বিলে সই করতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু ঠিকাদার ঘুষ দেওয়ার আগে দুদকের খুলনা কার্যালয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতে পরিচালক এ কে এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ