শাহরুখ আনুশকার ছবি ঝুলিয়ে দিলেন কোহলির গলায় !

Shahruk Kohli শাহরুখ কোহলিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কী হলো তা নয়, এমিরেটস প্যালেসের আইপিএল-উদ্বোধনী অনুষ্ঠানে কী হলো না, সেটাই প্রশ্ন! দীপিকা পাড়ুকোনের পারফরম্যান্স, আতসবাজির ধুন্ধুমার প্রদর্শনী পর্যন্ত সব এগুচ্ছিল আর পাঁচটা আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের নিয়ম মেনে। কিন্তু দৃশ্যপট পুরো পাল্টে যায় কেকেআর মালিক শাহরুখ খান স্টেজ দখল করার পর। একটা বিশাল ওয়েডিং ইনভিটেশন বার করে বিভিন্ন ছবি কোহলিকে দেখিয়ে শেষ পর্যন্ত বের হল আনুশকার ছবি। প্রভূত কৌতুকের শেষে ওই ছবি সোজা ঝুলিয়ে দিলেন বিরাট কোহলির গলায়!

এত দিন পর্যন্ত বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে জল্পনা প্রকাশ হচ্ছিল শুধু মিডিয়ায়। কখনও আনুশকার সঙ্গে দেখা করতে বিরাট শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন। কখনও নিউজিল্যান্ডের রাস্তায় দু’জনকে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে বলে লাফিয়ে পড়েছে মিডিয়া। কিন্তু আরব আমিরাতের মোহিনী রাতের আগে পর্যন্ত না বিরাট, না আনুশকার কেউ কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি। যেটা প্রায় স্বীকৃতি পেয়ে গেল বলিউড বাদশার পাল্লায়!

‘আরে বিরাট, দ্যাখো তো তোমার কী রকম মেয়ে পছন্দ?’ বলতে বলতে তিন-চারটে ছবি বের করলেন কিং খান। প্রথমে চারটে, তার পর দু’টো, শেষে একটা। আর শেষেরটা কার? কেন, আনুশকার শর্মার! বিরাট দেখলেন এবং হাসতে হাসতে নিজের পার্স থেকে আনুস্কার ছবি বার করে বলে দিলেন, ‘এটার জন্য এত খাটাখাটনি করার কী দরকার ছিল? এ তো আমার কাছেই ছিল!’ করুণ মুখে শাহরুখও এ বার পার্স খুললেন, আনুশকার আরও একটা ছবি বার করে বিরাটের হাতে ধরিয়ে বলে উঠলেন, ‘একটাই ছিল। এবার এটা তুমিই রেখে দাও!’

আর শুধু আরসিবি অধিনায়ক বিরাট কেন? বাকি অধিনায়কদেরও শাহরুখ ছাড়লেন না। ‘লুঙ্গি ডান্সে’-র সঙ্গে নাচিয়ে দিলেন। যে নাচে রীতিমতো লড়াই চলল মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, সানরাইজার্স ক্যাপ্টেন শিখর ধাওয়ান এবং বিরাটের মধ্যে। এখানেও জয়ী বিরাট। ‘ওই দ্যাখো, দীপিকা পর্যন্ত তোমার নাচ দেখতে চাইছে’ বলে ধোনিকেও নাচানোর চেষ্টা করেছিলেন কিং খান। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভারত অধিনায়ককে নিয়ে অবশ্য এরপর আস্ত একটা ম্যাজিক শো-র বন্দোবস্ত করে ফেললেন শাহরুখ! সব দেখেশুনে অনুষ্ঠানে উপস্থিত আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সুবীর গঙ্গোপাধ্যায় বলে ফেললেন, ‘অবিশ্বাস্য একটা অনুষ্ঠান!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ