তিস্তা অভিমুখে ২২ এপ্রিল বিএনপির লংমার্চ

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিস্তার পানির হিস্যা ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২২ এপ্রিল নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি। নয়াপল্টনে এক যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন। লংমার্চ শেষে ২৩ এপ্রিল তিস্তার পাড়ে গালিয়াতে জনসভারও ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে চিরাচরিত নিয়মানুযায়ী তাদের বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।

এদিকে দলটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের ৩ বছরপূর্তিতে তাকে ফিরিয়ে দেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবে ১৭ এপ্রিল বিকেলে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ