বিদ্যুৎ শরীরের তাপ থেকে

Electricity Glassরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানুষের শরীরের তাপ থেকে উৎপাদন করা বিদ্যুৎ দিয়েই এবার গুগল গ্লাস বা স্মার্ট ঘড়ি চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন একদল গবেষক।

দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক দল এমন একটি হালকা, ছোট গ্লাস ফ্যাবরিকের থার্মোইলেক্ট্রিক (টিই) জেনারেটর তৈরি করে ফেলেছেন, যা মানুষের শরীরের তাপ থেকে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। প্রতিষ্ঠানের বিজ্ঞানী বুং জিন চো বলছেন, এটি এতটাই নমনীয় যে, ইচ্ছেমতো একে বাঁকিয়ে জেনারেটরের ব্যাসার্ধ ২০ মিলিমিটার করে ফেলা যায়। উপরে-নিচে ১২০ বার বাঁকালেও জেনারেটরটির কার্যক্ষমতা বিন্দুমাত্র কমে না। এ জেনারেটর সর্বনিম্ন তাপশক্তির বিনিময়ে সর্বোচ্চ ক্ষমতার জোগান দিতে সক্ষম। এ জেনারেটরটি অটোমোবাইল, এয়ারক্র্যাফট, জাহাজ তৈরির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দাবি করেছেন। আইএএনএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ