মুয়াজ্জিনের রহস্যজনকভাবে মৃত্যু

lokkhipur laxmipur লক্ষ্মীপুরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদরে মো. আবদুর রশিদ নামে এক মুয়াজ্জিনের ‘রহস্যজনক’মৃত্যু হয়েছে। স্থানীয়রা সোমবার রাত ১১টায় ঝুলন্ত অবস্থায় রশিদের লাশ দেখে পুলিশে খবর দেয়।

রশিদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকশবা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় চরমটুয়া মাদ্রাসার শিক্ষার্থী। তিনি শহরকশবা চৌধুরী বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী জানান, ৩ বছর আগে থেকে আবদুর রশিদ চৌধুরী বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। রাতে মসজিদের পাশে তার থাকার কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তার পা মাটির সঙ্গে লাগানো ছিল বলে জানান তারা।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান হারুন জানান, লাশ উদ্ধারের জন্য পুলিকে খবর দেয়া হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু নাসের জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ