ভারতরত্ন দেয়া উচিত মোদিপত্নীকে

Jashodaben যশোদাবেনআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসামের মূখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনকে ভারতরত্ন দেয়া উচিত। কারণ তিনি যন্ত্রণা ও আত্মত্যাগের প্রতীক।বহু বছর ধরে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত এই নারী স্থাপন করেছেন তা সত্যিই বিরল।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আমি যশোদাবেনকে ভারতরত্ন দেওয়ার জন্য লিখিত সুপারিশ জানাতে চলেছি। ওনাকে শতকুর্নিশ। উনি একজন অসাধারণ নারী। নারীত্বের প্রতীক।

শুধু দেশের কাছে নয়, গোটা দুনিয়ার কাছে উনি যন্ত্রনা ও আত্মত্যাগের নিদর্শন। মুখ বুজে সহ্য করার জন্য তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত্। উনি একজন প্রকৃত সন্যাসি।

নরেন্দ্র মোদি নিজেকে সন্যাসি হিসেবে দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি একজন গেরুয়াধারী পুরুষ যিনি ক্ষমতা চান। মার্কিন সন্যাসি উনি। উনি শুধু মূখ্যমন্ত্রীর পদটাই বোঝেন। এমন একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, মানবিক ইস্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ