বিয়ে করছেন সুস্মিতা

sushmita sen সুস্মিতা সেনবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিয়ে করছেন সুস্মিতা সেন।৩৮ বছর পেরিয়ে গেলেও বিয়ে করেননি বলিউড অভিনেত্রী ও সাবেক এই বিশ্বসুন্দরী সুস্মিতা।তবে সম্প্রতি তিনি নিজে মুখেই জানিয়েছেন মহা ধুমধামের সঙ্গে বিয়ে করবেন তিনি।’খবর  হিন্দুস্তান টাইমস।
বিয়ে  নিয়ে তার ভিন্নধরনের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিযে তার চেযে তার বাবার ভাবনা বেশি।

সুস্মিতা বলেন,‘ আমার বাবা আমার বিয়ে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছেন।পছন্দের মানুষ পেয়ে গেলেই আমি মহা ধুম ধামের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবো’।

ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন কি না জানতে চাইলে রহস্যময় জবাবই দিয়েছেন সুস্মিতা। তিনি বলেছেন, ‘আমি কি কাউকে ভালোবাসি? হ্যাঁ বাসি। আমি কি ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি? না জড়াইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ