ব্যবসায়ীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

DU dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয়সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর নীলক্ষেতে দোকানিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

শুক্রবার বিকেল পৌনে ছয়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির এক শিক্ষার্থী নীলক্ষেতে বই কিনতে গেলে বেশি দাম চাওয়ায় ওই শিক্ষার্থীর সঙ্গে দোকানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দোকানি শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে তার বন্ধুদের নিয়ে নীলক্ষেতের দিকে যেতে চাইলে দোকানিরা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

এ ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষার্থী নীলক্ষেত মোড়ের পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে দোকানিদের পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। তবে সংঘর্ষে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ