আমি সানি লিওন হতে পারব না

Aliya vhat আলিয়া ভাটবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউডে বেশ কয়েক বছর কাজ করেও পর্দায় বিকিনি পরা আর চুমু খাওয়া নিয়ে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেন না অধিকাংশ অভিনেত্রী। তাদের সবার থেকেই বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে বিকিনি পরে ফেলেছেন। তৃতীয় ছবি টু স্টেটসে চুম্বন দৃশ্যে অভিনয়ও করেছেন।তবে নগ্নতায় কড়া না রয়েছে আলিয়ার।

তার ভাষায়, ‘আমি সানি লিওন হতে পারব না। বিকিনি পরাটা তো ডালভাত ব্যাপার এবং আমি তা করেওছি। কিন্তু সেজন্য এখনই তার সানির মতো ইমেজ হয়নি।’

খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে আলিয়ার তৃতীয় সিনেমা ২ স্টেটস। আলিয়া জানেন কীভাবে নিজেকে শীর্ষে ধরে রাখতে হয়। সিনেমায় তার চুম্বন দৃশ্য ইতিমধ্যেই আলোচনার খোরাক জুগিয়েছে টিনসেল টাউনে। কিন্তু আলিয়া সানির সঙ্গে নিজের তুলনা টানতে একেবারেই রাজি নন।

একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘আমি কখনই কোনও নগ্নতার দৃশ্যে অভিনয় করব না। ব্যাপারটার সঙ্গে আমি স্বচ্ছন্দ নই। বেশির ভাগ রোম্যান্টিক কমেডি যেখানে শেষ হয়, টু স্টেটস সেখান থেকে শুরু হয়েছে। যেখানে দুজন অনেকদিন একসঙ্গে রয়েছে, বিয়ের কথা ভাবছে। তাই তাদের মধ্যে অন্তরঙ্গতা দেখাতেই চুমুর দৃশ্যের ব্যবহার করা হয়েছে। ওরা আধুনিক, মুক্ত চিন্তাভাবনার, আবার খুব রক্ষণশীল পরিবারে মানুষ। ট্রেলরে ৩ সেকেন্ডের যে চুমুর দৃশ্য রয়েছে ছবিতেও সেরকমই দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ