সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৯ বাংলাদেশী আটক

bangladeshi atokরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সেন্টমার্টিনঃ সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৯ জন বাংলাদেশী নাগরিকসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম স্টেশন শাহপুরী।

মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন শাহপুরীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে  সেন্টমার্টিন্স থেকে উত্তর-পূর্ব সমুদ্র এলাকায় অভিযান চালিয় তাদেরে আটক করে বলে সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসময় অবৈধভাবে পাচারকালে ৩৩ জন মালয়েশিয়াগামী, ৬ জন বোট ক্রসহ ১টি বাংলাদেশী ফিশিং ট্রলার আটক করা হয়।

আটককৃতরা হল- মোঃ আল আমিন (২২), মোঃ সুজন (২২), মোঃ রেংকু মিয়া (২৫), মোঃ জাহাঙ্গীর বকির (৩৫), মোঃ  রাশেদ মাতাবর (২৬), মোঃ সাব্বির শেখ (২০), মোঃ  হানিফ (২০), মোঃ ফেলা শেখ (১৭), মোঃ  রাজু শেখ (২০), মোঃ আজগর আলী  (৩৫), মোঃ  রফিকুল (২০), মোঃ  সুমন (২৮), মোঃ কাউসার  (১৮), মোঃ  বিপুল (২৪), মোঃ লালটু(২৮), মোঃ  মহিউদ্দিন (৩৫), মোঃ জাহাঙ্গীর (২০), মোঃ  রানা হোসেন (২০), মোঃ আশিকুর রহমান (১৮), মোঃ  শহর  (৩৫), মোঃ  হাফিজুল ইসলাম  (১৭), মোঃ  আঃ হান্নান  (১৯), মোঃ  সানোয়ার হোসেন  (১৮), মোঃ  রিয়াজুল ইসলাম  (৩০), মোঃ  লুৎফর রহমান  (৩০), মোঃ  ইব্রাহিম   (৩৫), মোঃ  আবুল হোসেন (১৮), মোঃ  আমির হোসেন   (১৭), মোঃ  আলমগীর হোসেন   (২৭), মোঃ  আশরাফ   (৩৬), মোঃ নিজাম (২০), মোঃ শফিকুল (২৮), মোঃ  মনিরুল ইসলাম  (২৮), মাঝি মোঃ  নুর হোসেন  (৩৮), মাঝি ইঞ্জিন ড্রাইভার মোঃ  রহমাত আলী  (৩২), মাঝি মোঃ  এনায়েত উল্লাহ   (২৬) মাঝি মোঃ  জয়নাল আবেদীন (২৫), মাঝি মোঃ সামসুল আলম (১৮) এবং মাঝি মোঃ কবির আহাম্মদ (১৮)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ