সাংসদ হিরন মারা গেছেন

Hironরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বরিশাল সদর আসনের আওয়ামী লীগ সাংসদ ও সাবেক মেয়র শওকত হোসেন হিরন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত কয়েকদিন ধরেই তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপক মাসুদ আহমেদ  বলেন, “সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।”

বরিশালের এই সাবেক মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক মঞ্জুর আহমেদ জানিয়েছেন, বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শওকত হোসেন হিরনের জানাজা অনুষ্ঠিত হবে।

পাঁচ দিন আগে বরিশাল-৫ আসনের সাংসদ হিরনকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে মাথায় আঘাত পান হিরন।

তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ মার্চ অ্যাপোলোতে হিরনের মস্তিস্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। পরের দিনই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ