হাসপাতালে সাংবাদিক এবিএম মুসা

ABM Musa এবিএম মুসাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা (৮৩) গুরুতর অসুস্থ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জানা গেছে, অসুস্থতার কারণে গত ২৯ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তাকে কয়েকবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। সোমবার রাতে অবস্থা আরও খারাপ হলে এবিএম মূসাকে চিকিৎসকেরা লাইফ সাপোর্টে রেখেছেন।

এ বি এম মূসার জন্ম ১৯৩১ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। এবিএম মূসা একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট। তিনি দীর্ঘকাল ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার-এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক-এর দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ