নির্বাচনে দায়িত্বশীলতায় সচিবদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

PM Sheikh Shekh Hasina শেখ হাসিনা NYসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে নির্বাচনের পর সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে এ ধন্যবাদ জ্ঞাপন করেণ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ছাড়া ৬১ জন সচিব বৈঠকে অংশ নেন।
প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সচিবদের দায়িত্বশীলতায় ধন্যবাদ জানিয়ে বলেন, সচিবদের দায়িত্বশীলতায় সংবিধান মোতাবেক দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে। সহিংশতার বিষয়ে তারা যথা সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছেন। না হলে আরো সহিংশতা হতো। প্রধানমন্ত্রী সচিবদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ