১৮ দলের মিছিলে পুলিশের গুলিবর্ষণ

BNP 18 teamসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নোয়াখালীঃ নোয়াখালীতে হরতালের সমর্থনে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করলে গুলি চালায় পুলিশ। এতে দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে চারটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ববাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার হরতালের সমর্থনে শনিবার মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী পূর্ববাজার মদনমোহন স্কুলের সামনে পৌঁছালে পুলিশ গুলি চালায়।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন জানান, বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার ইয়াসিন শরিফ জানান, নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালী চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট কারচুপি, জালভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজি ও ১৮ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাকে ১৮ দলীয় জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ