অমিতাভের চুমু আলির গালে !

Ali Asger Omitab Baccanবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিভিন্ন টিভি শোতে নানা রকম কর্মকাণ্ড ঘটিয়ে দর্শকদের চমকে দেওয়া যার অন্যতম বৈশিষ্ট্য। ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইট উইথ কাপিল’এ সম্প্রতি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিগবি।

এ অনুষ্ঠানের একটি দর্শক নন্দিত চরিত্র দাদি। অভিনেতা আলি আসগর দাদির ভূমিকাতে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রাখেন। অতিথিদের সঙ্গে নাচেন, গান করেন আর দর্শকদের হাসানোর জন্য সুযোগ পেলেই অতিথিদের গালে চুমু একে দেন।’

কিন্তু এবার ঘটনা ঘটেছে উল্টো। অতিথি অমিতাভ বচ্চন (দাদি) অর্থাৎ আলি আসগরের গালে একে দিলেন চুমু। আলি তো অবাক। অমিতাভ বচ্চনের কর্মকাণ্ডে অবাক কমেডি নাইটের দর্শকেরাও। দাদির হাল দেখে হাসির রোল পড়ে দর্শকদের মঝে।

অমিতাভ বচ্চন কমেডি নাইট অনুষ্ঠানে এসেছিলেন তার আপকামিং চলচ্চিত্র ‘ভূতনাথ রিটার্ন’ এর প্রচারণার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ