বোমা হামলায় যুবক নিহত

Jhenaidah jhinaidoh District Map ঝিনাইদহ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডে সন্ত্রাসীদের বোমা হামলায়  জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে হরিণাকুন্ডু উপজেরার তালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তালা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর মন্ডলের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হলে প্রথমে তাকে ঝিনাইদহ হাসপাতালে পরে ফরিদপুর  মেডিকেলে নেয়ার পথে রাতে মারা যায়।

জাহাঙ্গীর তালা গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে জাহাঙ্গীরকে হত্যা করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।

ওসি আরো জানান, জাহাঙ্গীর এক সময় চরমপন্থী দলের সাথে যুক্ত ছিল। তবে বর্তামানে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ