অন্তঃসত্ত্বা ইভা হত্যার বিচার দাবি

eva killed ইভা খুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়নগঞ্জের মোছা. নুসরাত জাহান ইভাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কোনো ইভাকে এভাবে প্রাণ দিতে না হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইভার বাবা মো. মোজাহার হোসেন ও মা বেগম মোজাহার হোসেন এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইভা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী সোহেল ও তার বড় ভাই নুরুদ্দিন সিঙ্গাপুরে থাকেন। এ সুযোগে নুরুদ্দিনের স্ত্রী নার্গিস সাইফুদ্দিন নামে এক যুবকের পরকীয়ায় জড়ায়।

একদিন তাদের বিষয়টি হাতেনাতে ধরে ফেলে ইভা। এরপর তা ধামাচাপা দিতে শাশুড়ি নূরজাহান ও নার্গিস মিলে তাকে গত বছরের ১৫ ডিসেম্বর মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে।

সেই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ইভার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন তারা।

নিহত ইভার বাবা মো. মোজাহার হোসেন অভিযোগ করেন, ইভার মৃত্যুতে স্বামী সোহেলেরও পরোক্ষ ইন্ধন রয়েছে। মৃত্যুর পরও সোহেল সিঙ্গাপুর থেকে দেখতে পর্যন্ত আসেনি।

এদিকে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসামিরা নানা হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেননি তিনি।
সংবাদ সম্মেলনে নিহতদের মা-বাবা ছাড়াও স্বজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ