মুশফিক তামিম-সাকিবের পাশেই

mushfiqur Rahim মুশফিকুর রহিমরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শামসুর রহমান, জিয়াউর রহমান, মুমিনুলকে খারাপ খেলার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। অথচ তামিম দিনের পর দিন বাজে খেলার পরেও দলে টিকে আছেন। ব্যাপারটির রীতিমতো ব্যাখ্যাই চাওয়া হলো মুশফিকের কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনে  সেই ব্যাখ্যা দিতে গিয়ে মুশফিক বললেন ‘তামিম আসলে এখনো দল থেকে বাদ পড়ার অবস্থায় নেই। তামিম যে ধরনের খেলোয়াড়, তাতে এখনই ওকে দল থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের জন্য এই টুর্নামেন্টটা খুব খারাপ গেল। আসলে এই টুর্নামেন্টে খেলাগুলো একটার পর একটা হয়েছে। নিজেকে শোধরানোর খুব বেশি সুযোগ হয়নি ওর। আমাদের দলে অনেক ভালো  খেলোয়াড় আছে। কিন্তু সত্যি বলছি, তামিমের মতো খেলোয়াড় খুব কমই আছে।’

বাংলাদেশের একটি দৈনিকে বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে দিনভর আলোচনায় ছিলেন সাকিব। সেখানে তিনি বলেছেন,বাঙ্গালিদের শক্তি কম বলে টি-টোয়েন্টিতে পারে না। এছাড়া প্রশ্ন তুলেছেন বাঙ্গালি ক্রিকেটারদের উচ্চতা আর নিম্নমানের খাবার নিয়ে। অনুশীলনের নাকি পর্যাপ্ত সুযোগ পায় না তারা! কোচিং স্টাফও বিশ্ব মানের নয়। আগামী দুবছর দেশের মাটিতে খেলতে না চেয়ে খেলা উচিত বিদেশে! এমনকি বন্ধুদের নিয়ে ২০-২৫ হাজার টাকা এক বেলার খাবার খাওয়ার কথাও বলেছেন বড়াই করে। এ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মুশফিক,‘আসলে আমি যেকোনো সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে খুব বেশি পত্রিকা পড়ি না। তাই জানি না ওই সাক্ষাত্কারে সাকিব আসলে কী বলেছে। সাকিব সেখানে যা বলেছে তা সম্পূর্ণই ওর ব্যক্তিগত মত।’

বাংলাদেশের টানা হেরে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে জানালেন,‘ আপনারা দেখেছেন সাকিবের মতো খেলোয়াড় দলে না থাকার পরও আমরা ম্যাচ জিতেছি। ওই সময় রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), নাসির, মাশরাফি ভাই, কিংবা সোহাগ গাজীরা ফর্মে ছিল। তারা সাকিবের শূন্যতাটা বুঝতেই দেয়নি। কিন্তু এবার তারা কেউই ফর্মে ছিল না। একসঙ্গে এতগুলো খেলোয়াড় ফর্মে না থাকলে যা হয়, এবার ঠিক তা-ই হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ