স্মৃতি ইরানি হচ্ছেন রাহুলের প্রতিদ্বন্দ্বী

sriti irani rahul gandhiআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবশেষে উত্তর প্রদেশের আমেথি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রখ্যাত টেলিভিশন তারকা স্মৃতি ইরানি।

অন্যদিকে রায়বেরিলি আসনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় আগরওয়াল। এই আসনে বিজেপি অবশ্য উমা ভারতীকে প্রার্থী করতে চেয়েছিল। কিন্তু উমা উত্তর প্রদেশের ঝাঁসি ছাড়া কোনো কেন্দ্র থেকে লড়বেন না বলে জানিয়ে দেন।

গতকাল সোমবার রাতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাচন কমিটি এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী রাজনাথ সিং, লালকৃষ্ণ আদভানি, অরুণ জেটলি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ