ইতিহাস বিকৃতির রাজনীতি বন্ধ হলে জনগন সঠিক ইতিহাস জানতে পারবে- এটর্নী জেনারেল মাহবুবে আলম

Mahbubur Rahman লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেশের ইতিহাস বিকৃতির রাজনীতি বন্ধ হলে জনগণ সঠিক ইতিহাস জানতে পারবে। বই পড়ে দেশের সত্যিকারের ইতিহাস জানতে হবে এবং কেবল মাত্র তা বজায় থাকলেই দেশের প্রকৃত গনতন্ত্র রক্ষা হবে। বিচার প্রার্থীরা যেন কোন ভাবেই হয়রানির শিকার না হয় সে দিকে আইজীবীদের খেয়াল রাখতে হবে। তিনি গতকাল ববিবার দুপুরে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কানাই লালা বিশ্বাস, অ্যাডভোকেট শেখ দেলোয়ার হোসেন । শেষে তিনি জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইসহ বেশ কিছু বই তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ