পরলোকে মার্গারেট থ্যাচার

49953_mt

‘লৌহ মানবী’ খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট (ব্যারোনেস) থ্যাচার আর নেই। স্ট্রোক আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

থ্যাচারের মুখপাত্র লর্ড বেল জানান, স্ট্রোকে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে তিনি পরলোকগমণ করেন।

কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত থ্যাচার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম এবং একমাত্র নারী হিসেবে এই পদে আসীন হন এবং দেশটিতে সবচেয়ে বেশি সময় এ পদে আসীন ছিলেন।

থ্যাচার সরকার অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণ করে। তার আমলেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে বৃটেন।

অনমনীয় রাজনীতি ও নেতৃত্বের জন্য মার্গারেট থ্যাচার ‘লৌহ মানবী’ হিসেবে পরিচিতি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ