মুশফিক মেনে নিলেন বিগ হিটারের অভাব রয়েছে

mushfiqur Rahim মুশফিকুর রহিমস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টানা হেরেই চলেছে বাংলাদেশ। এই হারগুলো থেকে ইতিবাচক কিছু খোঁজা হাজার মিটার সমুদ্রের অতল থেকে মুক্তা তোলার মতই কঠিন। পাকিস্তানের কাছে একতরফা হারের পর সে চেষ্টা করে দ্রুতই থেমেছেন মুশফিকুর রহিম। তবে তিনি একপ্রকার মেনে নিয়েছেন টি-টোয়েন্টিতে বড় দলকে হারানোর সামর্থ্য এখনো হয়নি বাংলাদেশের।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে মুশফিক জানালেন, ‘টি-টোয়েন্টিতে সামান্য ভুল হলেই আর ফিরে আসা যায় না। জিয়া ভাই আর মাশরাফি ভাইয়ের ওই দুটি ওভারে ওরা ৪৫ রান তুলে নেওয়ায় ম্যাচটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর প্রথম ৬ ওভারেও আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। সেট ব্যাটসম্যানদের কেউ লম্বা ইনিংস খেলতে পারেনি।’

বিশ্ব টি-টোয়েন্টি কিংবা তারও আগে থেকে বাংলাদেশ দল লড়ছে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা কোনো নৈপুণ্যের জন্য। কিন্তু সে রকম কিছু ঘটেনি, তাই আÍবিশ্বাসে যে ঘাটতি আছে, সেটি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন অধিনায়ক। কিন্তু আবার পরক্ষণে তিনিই বলছেন, ‘ড্রেসিংরুমের আবহটা ঠিকই আছে। আসলে আমরা জিতছি না বলেই অনেক কথা হচ্ছে।’ সেই ‘কথা’ বন্ধ করার একটা উপায়ই জানেন মুশফিক, ‘শেষ ম্যাচে ভালো কিছু করতে হবে।’

সেই ‘ভালো কিছু’ করার সামর্থ্য বাংলাদেশের আছে কি না, তা নিয়ে সংশয় মুক্তির কোনো লক্ষণ নেই। মুশফিক স্বীকার করছেন, ‘আমাদের দলে বিগ হিটার নেই। তাই দলের সবাই ভালো না করলে জেতা মুশকিল।’ কিন্তু সেই ‘সবাই’ ভালো করার বদলে যোগ দিয়েছেন ব্যর্থতার মিছিলে। বাংলাদেশের রণ পরিকল্পনা ছিল টপ অর্ডারকে ঘিরে। সেটি ‘ফেল’ মারছে নিয়মিত। ওপরের যে ব্যাটসম্যান সেট হবে, তাকে খেলতে হবে শেষ পর্যন্ত সেটিও পারছেন না এনামুল হক। আবার বোলাররা একটা ওভার ‘টাইট’ দিচ্ছেন তো পরের ওভারেই ব্যাটসম্যানের জন্য খুলে দিচ্ছেন রানের ‘স্লুইস গেইট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ